খুলশীতে ১২ কোটি টাকার মাদকসহ একজন ধরা

চট্টগ্রামের খুলশীর ফয়ে’স লেক এলাকায় অভিযান চালিয়ে ৭৭৫ গ্রাম ফেনইথাইলামিন (মাদক)সহ মো. ফিরোজ খান নামের ৩৭ বছর বয়সী এক যুবককে আটক করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১১ আগস্ট) তাকে আটক করা হয়। আটক ফিরোজ পটিয়ার পূর্ব আশিয়া গ্রামের মো. হোসেন খানের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ফয়ে’স লেক এলাকায় অভিযান চালিয়ে ৭৭৫ গ্রাম মাদকসহ ফিরোজ খান নামের একব্যক্তিকে আটক করা হয়েছে।যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। আটক ফিরোজ খানকে খুলশী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটকের পর ফিরোজ জানান, আজিজ নামের একব্যক্তি তাকে এই মাদক দিয়েছে। তবে অভিযানের সময় আজিজকে আটক করা যায়নি।

র‌্যাব জানিয়েছে, ফিরোজ মূলত একজন মাদক ব্যবসায়ী। সে নগরীর বিভিন্নস্থানে এই মাদক বিক্রি করে থাকে। ফেনইথাইলামিন কোকেন ও হিরোইনের চেয়ে দামী একটি মাদক। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও একেবারে নতুন এই মাদক।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!