খুলছে চট্টগ্রামের শেয়ারবাজার, লেনদেন শুরু রোববার

অবশেষে আগামী রোববার (৩১ মে) থেকে খুলছে চট্টগ্রামের শেয়ারবাজার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত লেনদেন চলবে। তবে সরকার এবং বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লেনদেন চালু করবে সিএসই।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জনসংযোগ কর্মকর্তা তানিয়া আক্তার। তিনি বলেন, সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তের পর বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজার খুলে দেওয়ার জন্য সিএসইতে একটি পত্র পাঠায়। সেটিতে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালকসহ সকল স্টেকহোল্ডার-ট্রেকদের সরকার ঘোষিত স্বাস্থবিধি মেনে অফিস খুলতে এবং সকল কর্মকর্তা- কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া ডিজিটাল ট্রেডিং প্লাটফর্ম সুবিধা নেওয়ার জন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সিএসই’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!