খাল ভরাট করে জরিমানা গুনল বিএসআরএম

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করার অপরাধে জরিমানা গুনল বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই অর্থদণ্ড দেন।

এ বিষয়ে মারুফা বেগম নেলী জানান, নির্মাণকাজের মাটি খালে ফেলে ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এই জরিমানা করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপস্থিত ছিলেন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!