খালেদা জিয়ার দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ-ফটিকছড়ি এমপি

ফটিকছড়ি প্রতিনিধি ॥

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার এ বৃহত্তর ফটিকছড়িতে বিভিন্ন প্রকল্পে ১ হাজার কোটি কাজ চলমান। ইতিমধ্যে, হালদার বেড়িবাঁধ, হাইওয়ে সড়ক ডবল লাইক, পেলাগাজী দিঘি থেকে মিরসরাই পর্যন্ত ব্রীজসহ ডবল সড়ক কাজের মধ্যে ১৬৪ কোটি টাকার কাজ শেষ পর্যয়ে। এ উন্নয়ন করতে পারছি শেখ হাসিনার জন্য। খালেদার জিয়ার দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ।

fatickchari-12112016

শনিবার সকাল ১১ টায় ফটিকছড়ি পৌরসভায় এল.জি.ই.ডি’র প্রায় ৫৪ লাখ ১২ হাজার টাকায় ব্যয়ে বিবিরহাট জিসি কাঞ্চুরহাট ভায়া উত্তর রাঙ্গামাটিয়া বাংলাবাজার সড়কের কাজের উদ্বোধন কালে প্রধান অতিথি’র বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (এমপি) এ সব কথা বলেন।

 

তিনি আরো বলেন, জাতিরজনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়নের। যাতে দেশের মানুষ সুখ-সমৃদ্ধিতে বসবাস করতে পারে। আর বর্তমানে দেশের প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা দেশের সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উন্নয়ন বলতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
উপজেলার চেয়ারম্যান এম তৌহিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মদ বিল্লাহ হোসন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া, পৌরসভার মেয়ব মুহাম্মদ ইসমাইল হোসেন,ডিজএম নিয়াজ উদ্দিন, বিটিএফ সভাপতি শাহজাদা বেলাল উদ্দিন শাহ, পৌর কাউন্সিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ত্বরিকত ফেডারেশেনের নেতাকর্মীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!