খাবার নিয়ে আগুনে পোড়া মানুষের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেয়েরা

এবার খাবার নিয়ে সীতাকুণ্ডের অগ্নিদুর্গতদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জননেত্রী শেখ হাসিনা হলের ছাত্রীরা। নিজেরা চাঁদা তুলে প্রায় তিনশত লোকের জন্য খাবার রান্না করেন।

রোববার (৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ক্যাফেটেরিয়ায় এই খাবার রান্না করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেলে বিতরণ করা হয়। সেখানে খাবার বিতরণে সহায়তা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আয়েশা বেগম বলেন, ‘ভয়াবহ এই দুর্যোগে রোগী ও তাদের স্বজনদের সাহায্য করতে আমরা ফান্ড কালেকশন করে এই আয়োজন করেছি। হলের মেয়েরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। খাবার চট্টগ্রাম মেডিকেলে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় আমাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করেছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডা. খোরশেদুল ইসলাম রবিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেয়েরা খাবার রান্না করে রোগী ও তাদের স্বজনদের জন্য নিয়ে এসেছে। এটা মানবতার অনন্য দৃষ্টান্ত। আমরা তাদের খাবার বিতরণে সর্বাত্মক সহযোগিতা করেছি।’

বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক এসএম মোয়াজ্জম হোসেন বলেন, ‘এই দুর্যোগে যে যেভাবে পারছে এগিয়ে আসছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা হলের মেয়েরাও অগ্নিকাণ্ডে আহতদের জন্য খাবার ব্যবস্থা করেছে। আমরা তাদের যাতায়াতের জন্য একটি গাড়ি দিয়েছি।’

এমআইটি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!