খাবারে পচা আলু-বেগুন দেয় চকবাজারের কাচ্চি ডাইন, অর্থদণ্ড ২ লাখ

পোকাধরা বেগুন দিয়ে বেগুনি ও পচা আলু দিয়ে কাচ্চি রান্না করে চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন। সেই সঙ্গে খাবেরে ব্যবহার করা হচ্ছিল ক্ষতিকর রং। এজন্য কাচ্চি ডাইনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একইসঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় হোটেল জামানকেও জরিমানা করা হয়।

এছাড়াও চকবাজার বালি আর্কেডে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ও আমদানিকারকের সীলবিহীন বিদেশি পণ্য ও অনুমোদনবিহীন কসমেটিকস বিক্রির দায়ে ‘ব্র‍্যান্ড এভিনিউকে’ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এই বিষয়ে নাসরিন আক্তার বলেন, ‘খাবারে রং ব্যবহার ও পোকাধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি ও পঁচা আলু ব্যবহার করায় কাচ্চি ডাইনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় জামান হোটেলকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!