খাতুনগঞ্জের পেঁয়াজভরা ট্রাক চন্দনাইশের খাদে!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশের বাগিচাহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজভর্তি একটি ট্রাক খাদে পড়ে যায়।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে টেকনাফ থেকে পেঁয়াজ বোঝাই করে খাতুনগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পেঁয়াজ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ভিজলেও ট্রাকচালক এবং সহকারীর কেউই গুরুতর আহত হয়নি।

খাতুনগঞ্জের পেঁয়াজভরা ট্রাক চন্দনাইশের খাদে! 1

জানা যায়, খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী আলী আহমেদ সওদাগরের ট্রাকটি খাদে পড়ে। আনুমানিক প্রায় ৫ টন পেঁয়াজ খাদের পানিতে ভিজে ও ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়।

প্রত্যক্ষদর্শী রহমান মোটর্সের মালিক আবিদুর রহমান জানান, ‘বাগিচাহাটের দক্ষিণে পুকুরপাড় সংলগ্ন ইউটার্ন পয়েন্টে এলে নিয়ন্ত্রণ হারিয়ে পেয়াঁজের বস্তাভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০-৬৬০০) পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ভোর থাকায় রাস্তা খালি দেখে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে পেঁয়াজের বস্তাভর্তি ট্রাকটি দুর্ঘটনার সম্মুখীন হয়।

খাতুনগঞ্জের পেঁয়াজভরা ট্রাক চন্দনাইশের খাদে! 2

এদিকে, কোম্পানি নিজ দায়িত্বে ক্রেনের সাহায্যে দুপুর ১টার দিকে ট্রাকটি উদ্বার করে। এসময় ঘটনাস্থলের দুই পাশে যান চলাচলে বিঘ্নিত হয়। সেসময় আধা কিলোমিটারেরও বেশি রাস্তাজুড়ে দীর্ঘ-সারির যানজট সৃষ্টি হয়।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!