খাগড়াছড়িতে ৮ লাখ টাকার গাঁজাসহ সেনাবাহিনীর হাতে আটক ১

পাহাড়ের বিভিন্ন স্থানে চাষ করা গাঁজা এবার যাচ্ছে সমতলে। ভিন্ন কৌশলে প্যাকেটজাত করে ও কাঁচামালের সঙ্গে লুকিয়ে তা পাচার করা হচ্ছে ফেনী হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে।

গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি গাঁজা চালান আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বীর খাগড়াছড়ি সদর সেনা জোন।

বুধবার (২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা শহরের শহিকাদের সড়কে ২১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ বাবুল চাকমা (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। এসব গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়।

আটক বাবুল চাকমা মহালছড়ি উপজেলার লেবুছড়ি এলাকার দেব রঞ্জন চাকমার ছেলে।

এসব গাঁজা ৩৭টি পলিথিনের মোড়কে মোড়ানো ছিল। প্রশাসনের চোখ ফাঁকি দিতে দুটি কাগজের বক্সে লেচুপাতা এবং গাঁজা রেখে তার ওপর পাকা বরই দিয়ে প্যাকেট করা হয়।

আটক বাবুল চাকমাকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী সূত্র।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জব্দ করা গাঁজা ও গাড়িসহ অভিযুক্ত বাবুল চাকমাকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!