খাগড়াছড়িতে বিএনপির সাবেক এমপির বাসায় হামলা-ভাঙচুর

খাগড়াছড়িতে বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে বৈঠক চলাকালীন সময়ে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানায় জেলা বিএনপি।

খাগড়াছড়ি

শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একদল যুবক কলাবাগানে বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাড়িতে মিছিল করে ঢুকে ভাঙচুর করে। এছাড়া দুটি মোটরসাইকেল ভাংচুর ও একটিতে অগ্নিসংযোগ করে। এ সময় আশপাশের দোকানপাটের ক্ষয়-ক্ষতি হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষে বিক্ষোভ মিছিল চলাকালে ভাঙাব্রিজ পৌঁছলে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। পাল্টা জবাবে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা প্রতিরোধ করলে সংঘর্ষ হয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী আহত হন। ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগে ঘটনা বিএনপি নেতাকর্মীরা ঘটিয়ে আওয়ামী লীগকে দায়ী করছেন।’

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করে বলেন, ‘কোনো কারণ ছাড়া আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়াদুদ ভূইয়াকে হত্যার জন্য এই হামলা চালায়। এ সময় তারা ওয়াদুদ ভূইয়ার বাড়ি, প্রাইভেট গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় পুলিশ প্রশাসন নীরব।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!