খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুদ্ধ পূর্ণিমা পালিত

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ মে) খাগড়াছড়ির শত বছরের য়ংদং বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। বিহারগুলোতে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, ফুল পূজা, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ভান্তেদের পিন্ড দানসহ নানা ধরণের দান করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করে বুডিস্ট কল্যাণ পরিষদ। শোভাযাত্রার নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী।
খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুদ্ধ পূর্ণিমা পালিত 1

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, খাগড়াছড়ি জেলা কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য যাথাক্রমে মংক্যচিং চৌধুরী, মংসুইপ্রু চৌধুরী অপু, আওয়ামীলীগ নেতা কল্যাণ মিত্র বড়ুয়া ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে য়ংদং বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। এছাড়া সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বালন ও আকাশ বাতি উত্তোলন হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!