খাগড়াছড়িতে দুদকের অভিযানে বিআরটিএর দালাল আটক

খাগড়াছড়িতে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে বিআরটিএর দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে দুদকের কর্মকর্তারা। মঙ্গলবার (২৮ মে)সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলছিল। এ সময় দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুদকের সহকারী পচিালক সৈয়দ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে দালাল চক্রের সদস্য সোহেল চাকমাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে দুদক।

প্রসংগত, এর আগে খাগড়াছড়ি বিআরটিএ অফিসে গেলে কাউকে পায়নি দুদক। পরে জানা যায় অফিসে তালা দিয়ে লিখিত পরীক্ষা নিতে গেছে বিআরটিএর লোকজন। খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা দুদকের কাছে লাগামহীন দুর্নীতির অভিযোগ করে।

এ বিষয়ে বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!