খাগড়াছড়িতে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

খাগড়াছড়ি শহরের টিএন্ডটি এলাকায় একটি সরকারি গাড়ির ধাক্কায় রোকসানা আকতার রাফি নামের ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ অক্টোবর)সকাল ৯ টার দিকে বিচারিক বিভাগের একটি গাড়ি মোড় ঘোরানোর সময় রাস্তায় খেলার সময় শিশুটির গায়ে ধাক্কা লাগে। সাথে সাথেই রক্তাত্ব শিশুটি রাস্তায় লুটিয়ে পড়ে। এলাকার লোকজন শিশুটিকে কাছের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওই এলাকায় ভাড়া থাকেন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বেশিরভাগ শিশুই রাস্তার ওপরই খেলাধুলা করে।তার গাড়ি চালকের অসর্তকার কারণেই শিশু রাফির মৃত্যু হয়েছে।

নিহত শিশুটির বাবা বাদল মিয়া মাস দুয়েক আগে বরিশাল থেকে ওই এলাকায় ভাড়া বাসা নেন। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা।

খাগড়াছড়ি জেলা পুলিশের ডিআইআইও আব্দুস সামাদ মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘মর্মান্তিক এই দুর্ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে চালকের অসতর্কতার প্রমাণ মিললে ব্যবস্থা নেয়া হবে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!