খাগড়াছড়িতে করোনা রোগীর সংস্পর্শে আসা সবাই নেগেটিভ

একমাত্র রোগীর তৃতীয় দফা নমুনা সংগ্রহ

খাগড়াছড়ি জেলায় করোনা আক্রান্ত একমাত্র ব্যক্তির দ্বিতীয় নমুনাও নেগেটিভ আসায় তৃতীয় দফা নমুনা সংগ্রহ করা হয়েছে। তৃতীয়বার নেগেটিভ আসলে তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।

তিনি জানান, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা বাকি ১৪ ব্যক্তির নমুনা রিপোর্টও নেগেটিভ এসেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজনকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এরশাদ ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে দীঘিনালায় আসে। এরপর থেকে তাকে কামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইনে রাখা হয়। ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করা হলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর থেকে স্ত্রীসহ এরশাদ চাকমাকে আইসোলেশনে রাখা হয়। তবে ১ মে পুনরায় নমুনা সংগ্রহ করলে তার করোনা নেগেটিভ আসে। তবে তৃতীয় দফায় সংগ্রহ করে নমুনা চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

এছাড়া কোন উপসর্গ না থাকায় খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ১৬৫৮ জনকে এবং হোম কেয়ারেন্টাইনে ৬৬০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!