ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছে বেকারি পণ্য হাটহাজারীতে

চট্টগ্রামের হাটহাজারীতে ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছে বেকারি পণ্য। দীর্ঘদিন ধরে ব্যবহার করা রংয়ে পোকা ধরেছে। বেকারির ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। ওই বেকারির সামনে দিয়ে দুর্গন্ধে হাঁটাচলাও দায়। এমন অভিযোগে হাটহাজারীর সরকার হাটে অভি বেকারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুর একটায় এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ক্ষতিকর রং দিয়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে দেখা গেছে খাদ্যপণ্য তৈরিতে ব্যবহৃত এসব রং দীর্ঘদিন ব্যবহারের ফলে শক্ত হয়ে পোকা বাসা বেঁধেছে। এ সময় বেকারির মালিক নুরুল আবছারকে সতর্ক করা হয়ে যাতে খাদ্যপণ্যে ক্ষতিকর রং মেশানো না হয়।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!