ক্রেতা সেজে মোটরসাইকেল চোর ধরলেন বাঁশখালীর ওসি

মো. ইলিয়াছ (২৮)। চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেসুয়া গ্রামের মৃত মো আযম খানের ছেলে। পেশায় মোটর সাইকেল মেকানিক। চন্দনাইশের মহাজন ঘাটায় রয়েছে তার নিজের মোটরসাইকেল গ্যারেজ। বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, লোহাগড়াসহ বিভিন্নস্থানে চুরি হওয়া মোটরসাইকেলের অধিকাংশই তার মাধ্যমে বিক্রি হয় বলে অভিযোগ আছে। তাদের রয়েছে বড় মোটর সাইকেল চোরের নেটওয়ার্ক।

পুলিশ সূত্রে জানায়, ২৭ এপ্রিল বাঁশখালীর পূর্ব চাম্বলের শাহ আলমের ছেলে মোবারক আলীর একটি ডিসকভার ১০০ মোটরসাইকেল চুরি হয়। ওই তারিখে মোবারক আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই সূত্র ধরে মাঠে নামেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. কামাল উদ্দিন। তিনি বিভিন্নস্থানে খোঁজ খবর নিয়ে চন্দনাইশের মোটর ম্যাকানিক মো. ইলিয়াছের মাধ্যমে কয়েকটি মোটর সাইকেল বিক্রির খবর পান। সেই সূত্রে মো. ইলিয়াছের সাথে মোবাইলে বন্ধুত্ব তৈরি করেন ওসি। পরে তিনি দুটি মোটর সাইকেল কেনার প্রস্তাব দেন।ওই বন্ধুত্বের ফাঁদে পড়ে মো. ইলিয়াছ বাঁশখালী থানার ওসি তদন্ত মো. কামাল উদ্দিনের প্রস্তাবে দুটি মোটর সাইকেল পিকআপে করে বিক্রয়ের উদ্দেশ্যে বাঁশখালীতে নিয়ে আসেন। শনিবার (১১ মে)রাতে হাতেনাতে চোরাই দুই মোটর সাইকেলসহ ধরা পড়ে। ওই মোটর সাইকেল দুটির মধ্যে পূর্ব চাম্বলের মোবারক আলীর চুরি হওয়া মোটর সাইকেলটিও রয়েছে। অন্য মোটর সাইকেলটি কার এখনও পরিচয় পাওয়া যায়নি। দুটি মোটর সাইকেলের ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর ঘষামাজা করে পরিবর্তন করে ফেলা হয়েছে।

ধৃত মো. ইলিয়াছ বলেন,‘দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে চোরের দল মোটর সাইকেল চুরি করে আমার কাছে বিক্রয় করে। আমি ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর পরিবর্তন করে তা বিভিন্ন জায়গায় বিক্রয় করি। এভাবে ত্রিশেরও বেশি মোটর সাইকেল বিক্রয় করেছি।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন,‘মো.ইলিয়াছ বড় রকমের চোর। ক্রেতা সেজে বন্ধুত্বের ফাঁদ পেতে তাকে মোটর সাইকেলসহ ধরা হয়েছে। প্রথমত: ইলিয়াছ নানা কৌশলে চুরির ঘটনা অস্বীকার করেছিল। পরে বিভিন্ন তথ্য প্রমাণ হাজির করে জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনা স্বীকার করে। মোবারক আলীর চুরি হওয়া জিডি এখন নিয়মিত মামলায় রুপান্তরিত হয়েছে। ওই মামলায় তাকে আসামি করা হয়েছে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!