ক্রেতা সেজে ফার্মেসিতে গোয়েন্দা টিম, সরকারি ওষুধসহ হাতেনাতে ধরা মালিক

সরকারি ওষুধ বিক্রি করার সময় ক্রেতা সেজে শংকর দাস (৪৫) নামের এক ফার্মেসির মালিককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে একটি গোয়েন্দা সংস্থার টিম। আটক শংকর দাস আনোয়ারার বাদুয়া পাড়ার শুরুনাথ দাসের ছেলে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় নগর গোয়েন্দা সংস্থার একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় মা মনি নামের এ ফার্মেসিতে পাওয়া যায় বেশকিছু সরকারি ওষুধ।

জানা গেছে, গোয়েন্দা সংস্থার একটি টিম চট্টগ্রাম নগরীতে সরকারি ওষুধ বিক্রি ও নকল ওষুধ সিন্ডিকেট ধরতে মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় তারা সোর্সের মাধ্যমে বাকলিয়া এলাকায় সরকারি ওষুধ ও নিষিদ্ধ বিদেশি ওষুধ বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল রায় বলেন, সরকারি ওষুধ ও বিদেশি ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসি মালিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা সংস্থার একটি টিম। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!