ক্রেতা ঠকিয়ে লাখ টাকার দণ্ড পেল চট্টগ্রামের পেট্রোল পাম্প

জ্বালানির ওজনে চুরি করে আসছিল চট্টগ্রাম নগরীর স্ট্যান্ড রোডের এম কিউ চৌধুরী এন্ড সন্স পেট্রোল পাম্প। এ ঘটনা হাতেনাতে ধরে পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত এম কিউ চৌধুরী এন্ড সন্স পেট্রোল পাম্পের ম্যানেজার অনল দাশকে দোষী সাব্যস্ত করে ১ লাখ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে ১ মাসের জরিমানার আদেশও দিয়েছেন আদালত।

২০২০ সালের ১৪ সেপ্টেম্বর নগরীর স্ট্যান্ড রোডের এম কিউ চৌধুরী এন্ড সন্স পেট্রোল পাম্প ম্যানেজার অনল দাশের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন বিএসটিআইয়ের পরিদর্শক মুকুল মৃধা।

মামলার অভিযোগে বলা হয়, ওই পেট্রোল পাম্পটি ডিজেলের দুটি ও অকটেনের একটি ডিসপেন্সিং ইউনিট ব্যবহার করে কৌশলে ওজনে কম দিয়ে আসছিল ক্রেতাদের।

শুনানি শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাত্র পাঁচ মাস পরই আদালত রায় দিলেন। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ওই পেট্রোল পাম্পের ম্যানেজার অনল দাশকে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!