ক্যাম্প ছেড়ে রামু এসে কারাগারে গেলেন ৫ রোহিঙ্গা যুবক

কক্সবাজারের রামুতে ৫ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের প্রত্যেককে ১ মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (৭ জুলাই) সকালে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে, রামু থানার পুলিশসহ রামু হাসপাতাল এলাকা থেকে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন, ভ্রাম্যমান আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ১মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে রামু থানায় তাদের পাঠানো হয়। পরে রামু থানা হতে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সাজাপ্রাপ্ত রোহিঙ্গা আসামিরা হলো, আব্দুল আমিনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২০), আহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ জোবাইর (২০), সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আয়াছ (১৯), মো. সালাম মিয়ার ছেলে নুর মোহাম্মদ (১৯), মোহাম্মদ আমিনের ছেলে নুর হাফেজ (১৯)।

এরা সবাই কক্সবাজারের উখিয়া জামতলী ক্যাম্প-১৫ এর বাসিন্দা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!