ক্যাবল নেটওয়ার্কে টিভি চ্যানেল ওলটপালট, ২ প্রতিষ্ঠান গুণলো জরিমানা

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাবল নেটওয়ার্কে প্রথমে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এবং এরপর বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার শুরুর তারিখের ক্রমানুসারে সম্প্রচারের নিয়ম করা হলেও নেটওয়ার্ক অপারেটররা তাদের ইচ্ছেমতো চ্যানেলগুলোর ক্রম ঠিক করছে অবৈধ নানা সুবিধা নিয়ে। এ নির্দেশনা না মানায় বেঙ্গল গ্রুপের ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড ও মোহাম্মদী গ্রুপের জাদু ভিশন লিমিটেডকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত অভিযানে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুসারে এ জরিমানা করা হয়েছে।

বর্তমান নির্দেশনা মোতাবেক সম্প্রচার শুরুর তারিখ অনুসারে পূর্ণ সম্প্রচারে থাকা ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ক্যাবল নেটওয়ার্কে প্রদর্শনের ক্রমবিন্যাস এরকম—

১. এটিএন বাংলা : ১৫ জুলাই ১৯৯৭

২. চ্যানেল আই : ১ অক্টোবর ১৯৯৯

৩. ইটিভি : ১৪ এপ্রিল ২০০০

৪. এনটিভি : ৩ জুলাই ২০০৩

৫. আরটিভি : ২৬ ডিসেম্বর ২০০৫

৬. বৈশাখী টিভি : ২৭ ডিসেম্বর ২০০৫

৭. বাংলাভিশন টিভি : ৩১ মার্চ ২০০৬

৮. দেশ টিভি : ২৬ মার্চ ২০০৯

৯. মাই টিভি : ১৫ এপ্রিল ২০১০

১০. এটিএন নিউজ : ৭ জুন ২০১০

১১. মোহনা টিভি : ১১ নভেম্বর ২০১০

১২. বিজয় টিভি : ২০ ডিসেম্বর ২০১০

১৩. সময় টিভি : ১৭ এপ্রিল ২০১১

১৪. ইন্ডিপেনডেন্ট টিভি : ২৭ জুলাই ২০১১

১৫. মাছরাঙ্গা টিভি : ৩০ জুলাই ২০১১

১৬. চ্যানেল নাইন : ৩০ জানুয়ারি ২০১২

১৭. চ্যানেল টোয়েন্টিফোর : ২৪ মে ২০১২

১৮. গাজী টিভি : ১২ জুন ২০১২

১৯. চ্যানেল একাত্তর : ২১ জুন ২০১২

২০. এশিয়ান টিভি : ১৮ জানুয়ারি ২০১৩

২১. এসএ টিভি : ১৯ জানুয়ারি ২০১৩

২২. গানবাংলা টিভি : ১৬ ডিসেম্বর ২০১৩

২৩. যমুনা টিভি : ৫ এপ্রিল ২০১৪

২৪. দীপ্ত টিভি : ১২ ডিসেম্বর ২০১৫

২৫. ডিবিসি নিউজ : ২১ সেপ্টেম্বর ২০১৬

২৬. নিউজ টোয়েন্টিফোর : ২৮ জুলাই ২০১৬

২৭. বাংলা টিভি : ১৯ মে ২০১৭

২৮. দুরন্ত টিভি : ১৫ অক্টোবর ২০১৭

২৯. নাগরিক টিভি : ১ মার্চ ২০১৮

৩০. আনন্দ টিভি : ৩ নভেম্বর ২০১৮

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!