ক্যানসাস ইউনিভার্সিটিতে চট্টগ্রামের মেয়ে মেহজুবা

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেলেন চট্টগ্রামের মেয়ে মেহজুবা পারভিন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট মেরিস স্কুলের ছাত্রী ছিলেন তিনি।

ক্যানসাস ইউনিভার্সিটিতে চট্টগ্রামের মেয়ে মেহজুবা 1

২০১২ সালে চার বছর বয়সে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যান মেহজুবা পারভিন। হাই স্কুল পর্যায়ে মেধার স্বাক্ষর রাখায় ন্যাশনাল অনার্স সোসাইটি অব আমেরিকার সদস্য নির্বাচিত হন।

এছাড়া যুক্তরাষ্ট্রে স্কুল পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায়ও অংশ নেন তিনি। পরে দুই বছর বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন।

গত ১০ মে যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটা সাউথইস্ট হাইস্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করে ফুল-স্কলারশিপ নিয়ে ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান মেহজুবা।

ভবিষ্যতে তিনি একজন চিকিৎসক হয়ে বাংলাদেশের মানুষের সেবা করতে আগ্রহী। মেহজুবার বাড়ি চট্টগ্রামের ধনিয়ালাপাড়া এলাকায়। তিনি চট্টগ্রামের নারী শিক্ষার অগ্রদূত আছমা খাতুনের দৌহিত্রী এবং চট্টগ্রামের সাবেক সাংবাদিক এমরান হোসাইনের কন্যা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!