কোমর পানিতে নাকাল নগরী

কোমর পানিতে নাকাল নগরী 1প্রতিদিন ডেস্ক : ঘুর্ণিঝড় মোরার প্রভাবে একটানা ভারি বৃষ্টিতে হাঁটু থেকে কোমর সমান পানিতে নাকাল চট্টগ্রামের বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে নগরবাসীর ভোগান্তির মাত্রা আরও বেড়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মোরার প্রভাবে গতকাল মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে রাত থেকে শুরু হয় মূষলধারায়।

বুধবার ভোর সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিতে নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, হালিশহর, বড়পোল, আগ্রাবাদ এক্সেস সড়ক, সিডিএ আবাসিক এলাকা, পাঠানটুলী, মাদারবাড়ি, বাকলিয়া, ইপিজেড মোড়সহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে।

এদিকে ঘূর্ণিঝড় মোরা উপকূল অতিক্রম করার পর ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!