কোতোয়ালীর ৬৯টি পূজা মণ্ডপে আবদুচ ছালামের অনুদান

কদিন বাদেই ঢাকের তালে মেতে উঠবে গোটা দেশ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বী মানুষদের উৎসব পালনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ৬৯টি পূজা মণ্ডপে অনুদান দিলেন সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।

১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় আন্দরকিল্লার হাফিজ পার্কে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ অনুদান দেন। প্রতি বছর প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে নিজস্ব তহবিল থেকে এ অনুদান দেন সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। এ বছর মণ্ডপ প্রতি ৩ হাজার করে ৪২৬টি পূজামণ্ডপে অনুদান দেন।

সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুধু সনাতনী সমাজের নয়। এই উৎসব সর্বজনীন। শত শত বছর ধরে বাঙালি শারদীয় দুর্গোৎসব বরণ করে নিয়েছে। তাই প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে ছোট এই প্রয়াস।’

মতবিনিময় সভায় কোতোয়ালী থানার ৬৯টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!