কোতোয়ালীর নতুন ওসি জাহেদুল, নেজাম গেলেন পিবিআইতে

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবিরকে। গত বছরের ১৮ মে তিনি পাঁচলাইশ থানায় যোগ দেন। এদিকে এখন পর্যন্ত পাঁচলাইশ থানায় নতুন কাউকে ওসি হিসেবে পদায়ন করা হয়নি।

মঙ্গলবার (২২ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

এর আগে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিনকে বদলি করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)।

গত ১০ নভেম্বর (বুধবার) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির ওই আদেশ দেওয়া হয়।

২০২১ সালের জানুয়ারিতে ওসি নেজাম উদ্দিনকে নগরের কোতোয়ালী থানায় পদায়ন করা হয়। এর আগে তিনি বাকলিয়া থানার দায়িত্বে ছিলেন।

চট্টগ্রামে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনায় ওসি নেজামের তাৎক্ষণিক কঠোর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়। হামলার ঘটনার তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারেও তিনি জোরালো ভূমিকা রেখেছেন।

নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকাকালে গত বছরের জানুয়ারিতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা ও থানা এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় পারদর্শিতার জন্য নেজাম উদ্দিনকে সিএমপির শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান রিপন।

এর আগেও নগরীর সদরঘাট থানার ওসি থাকা অবস্থায় একাধিকবার বিভিন্ন পুরস্কারে ভূষিত হোন তিনি ওসি নেজাম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!