কোতোয়ালীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে ছোরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে সিআরবি এলাকায় মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযানে এদের গ্রেপ্তার করা হয় বলে জানান অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুজ্জামান ভুঁইয়া।

এসআই শরিফুজ্জামান জানান, কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের রেলওয়ে পে অ্যান্ড ক্যাশ অফিসের সামনে থেকে মো. নাসির (২৯) ও মো. মাসুদ (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছোরা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই করার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করার কথা স্বীকার করেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, অভিযুক্ত নাসিরের বিরুদ্ধে এর আগেও কোতোয়ালী থানায় সাতটি আর সদরঘাট থানায় একটিসহ মোট ৮ মামলা রয়েছে। এরমধ্যে ৭ মামলাই মাদক দ্রব্য আইনে অন্যটি অস্ত্র আইনের।
তিনি আরোও জানান, ঈদকে সামনে রেখে এই সব ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা মূলত রেলওয়ে এলাকায় অবস্থান করে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। আমরা ঈদ উপলক্ষে নিয়মিত অভিযান অব্যহত রাখব।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!