কোতোয়ালীতে ডিবির অভিযানে ৪৭ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৪৭টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল জব্দ করা হয়। কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কোতোয়ালী থানা এলাকার স্টেশন রোডে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। মামলা দায়ের হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। আটককৃতরা হলেন কাইয়ুম হাওলাদার (৩০), রফিকুল ইসলাম (৪০), মো. নবী (৩২) ও সেলিম প্রকাশ সোর্স সেলিম (৪৫)।

আটককৃতদের মধ্যে কাইয়ুম হাওলাদার বরিশালের বানারি পাড়ার আবুল কালামের ছেলে, রফিকুল ইসলাম ফেনী সদরের শফিকুল ইসলামের ছেলে, নবী সোনাগাজীর ছায়েদুল হকের ছেলে এবং সোর্স সেলিম নগরীর বায়েজিদ থানাধীন বার্মা কলোনির সালমত ড্রাইভারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, ‘আটককৃতরা চোরাই মোবাইল কেনা-বেচা সিন্ডিকেটের সাথে জড়িত। অল্প দামে চোরাই মোবাইল কিনে তারা বেশি দামে বিক্রি করে।’

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!