কোতোয়ালীতে অপহৃত যুবক উদ্ধার রাঙ্গুনিয়ায়, গ্রেপ্তার ২ অপহরণকারী

অপহরণের তিনদিন পর কামাল উদ্দিন নামের এক যুবককে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (২০ জুলাই) রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে কামালকে (৩৫) উদ্ধার করা হয়। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার মামুন (২৫) ও মিরসরাইয়ের বেলাল (২৫)।

জানা গেছে, গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে কামালকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে কামালের ভাই জয়নাল আবেদীনের কাছে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক মেহেদী হাসান শুভ বলেন, ‘অভিযোগ পাওয়ার পরেই আমরা অভিযান চালিয়ে ভুক্তভোগীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করি। একইসঙ্গে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একেক জায়গায় একেক নাম ব্যবহার করেন। তাদের নামে আর কোনো মামলা আছে কিনা তাও যাচাই করা হচ্ছে।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী চক্রের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন অপহরণকারী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!