কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখার দায়ে নাঈমুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক

অবৈধভাবে এক কোটি ১০ লক্ষ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে নাঈমুল ইসলাম নামে এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে দুর্ণীতি দমন কমিশন দুদক। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাঈমুল ইসলাম চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের ভোগ্যপণ্য ব্যবসায়ী।

DUDOK

 

গ্রেফতার নিশ্চিত করে দূর্ণীতি দমন কমিশন চট্টগ্রামের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানায়, গ্রেফতারকৃত আসামি নাঈমুল ইসলামের বিরুদ্ধে এক কোটি ১০ লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে গত বছরের ২৭ জুলাই নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করে দুদক। মামলা নং-২৯।

 

গোপন সূত্রে খবর পেয়ে দুদকের ডিএডি রঈছ উদ্দিনের নের্তৃত্বে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় নাঈমুল ইসলামকে।

 

গ্রেফতারকৃত নাঈমুল ইসলামকে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানান দুদুকের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া।

 

রিপোর্ট ::: রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::…..

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!