কেন বাড়ছে সোনার দাম?

আরও এক দফা বাড়লো স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে বাজারে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

নতুন মূল্য নির্ধারণের ফলে দেড় মাসের ব্যাবধানে ভরি প্রতি ১০৬৬ টাকা বাড়লো স্বর্ণের দাম। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছে বাজুস। বাজুস জানায়, দেশিয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে। পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১.৬৬ গ্রাম) বিক্রি হবে ৫৯ হাজার ১৭৫ টাকা দরে। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রয়মূল্য ছিল ৫৮ হাজার ৮ টাকা।

পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৫৬ হাজার ৮৪৩ টাকা দরে। এর আগে এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রয়মূল্য ছিল ৫৫ হাজার ৬৭৬ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৫১ হাজার ৮২৯ টাকা। বুধবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ৫০ হাজার ৬৬৩ টাকা।

এদিকে, রূপার দামও অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপার বিক্রিমূল্য ৯৩৩ টাকা।

এএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!