কেউ বলেন সোনালু, কেউবা বাঁদরলাঠি

ফটোফিচার

এ ফুলের নাম সোনালু বা বাঁদরলাঠি (বৈজ্ঞানিক নাম: Cassia fistula , Albizia inundata)। সোনালী রঙ থেকেই এ ফুলের নাম সোনালু। ইংরেজিতে একে বলা হয় গোল্ডেন শাওয়ার ট্রি । এর আদিনিবাস হিমালয় অঞ্চল হলেও পুরো ভারতবর্ষে এর ব্যাপ্তি আছে। এদেশে বসন্তের পর এরা পাপড়ি মেলে ও পুরো গ্রীষ্মকাল ধরে ফুটে থাকে এদেশের আনাচে-কানাচে। চট্টগ্রামের কোতোয়ালী এলাকার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের সামনে থেকে ছবি তুলেছেন কমল দাশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!