কৃষিজমির মাটি কাটার দায়ে চন্দনাইশে দুজনকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা ও একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) রাত ১০টায় চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। চন্দনাইশের কাঞ্চননগরের থ্রিবিএম ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটার কারণে দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় মাটির স্তুপ ও মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্যকোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। চন্দনাইশ উপজেলায় কতিপয় অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছে, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন, ‘অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!