কৃষককে অপহরণের পর গুলি করে হত্যা করল রোহিঙ্গা ডাকাতরা

কক্সবাজারের টেকনাফ মিনাবাজার এলাকা থেকে ২৮ দিন আগে অপহরণ করা শাহ মোহাম্মদ (২৬) নামে এক বাংলাদেশিকে কৃষককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা ডাকাতরা। এসময় অপহৃত আরেকজন তাদের হাত থেকে পালিয়ে এসেছে। পালিয়ে আসা অপহৃত কৃষক জানান, তার সাথে থাকা অপর কৃষককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা ডাকাতরা।

রোববার (২৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহত শাহ মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

নিহত শাহ মোহাম্মদের ভাই মো. সাইফুল ইসলাম বলেন, গত ২৮ দিন আগে ক্ষেত থেকে আমার ভাইসহ তিনজনকে অপহরণ করে রোহিঙ্গা ডাকাতরা। তারপর থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিছুদিন পর একজনকে গুলি করে হত্যা করা হয়। বাকি ছিল আমার ভাইসহ দুজন। তার মধ্যে ইদ্রিস নামে একজন ফিরে এলেও আমার ভাইকে গুলি করে হত্যা করেছে বলে ইদ্রিস জানিয়েছে। তাই পুলিশসহ আমরা সেই পাহাড়ে লাশ আনতে যাচ্ছি।

ডাকাতদের কবল থেকে পালিয়ে আসা কৃষক ইদ্রিসের বরাত দিয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, শাহ মোহাম্মদকে ডাকাতরা হত্যা করে মাটি চাপা দিয়েছে। ইদ্রিসকে সঙ্গে নিয়ে কিছুক্ষণের মধ্যে লাশ আনার জন্য পাহাড়ে রওনা দেব।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!