কুতুবদিয়ায় ভুয়া এমবিবিএস ডাক্তারসহ আটক ৩

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে একজন ভুয়া এমবিবিএস ডাক্তারসহ ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের বড়ঘোপ বাজারের আদিল মর্কেটে স্থানীয় আরিফের ফার্মেসি থেকে তাদের আটক করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযানে ছিলেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল হাসান।

আটক ভুয়া এমবিসিএস ডাক্তার হলেন বদরুদ্দোজা (৩৫)। তার বাড়ি চকরিয়ার খুটাখালী। অন্যরা হলেন রেফকো ফার্মার এরিয়া ম্যানেজার জামাল হোসেন ও ফার্মেসির মালিক আরিফ।

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল হাসান বলেন, ‘বদরুদ্দোজা সাধারণ মানুষ। কিন্তু এমবিবিএস ডাক্তার সেজে সে ফার্মেসিতে বসতো। তিনজনই প্রতারক সিন্ডিকেটের সদস্য। এভাবে তারা ডাক্তার সেজে মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে।’

সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ ৩ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!