কুতুবদিয়ায় বিএনপির মাতৃভাষা দিবস উদযাপন

কুতুবদিয়ায় বিএনপির মাতৃভাষা দিবস উদযাপন 1কুতুবদিয়া প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ ফেব্র“য়ারী (মঙ্গলবার) ডাকবাংলো প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তিলাওয়াত করেন রিয়াদ মাহমুদ তানভীর। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক হোছাইনের সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক এম কাউছার হোছাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ ছালাম কুতুবী, যুবদলের আহবায়ক জসিম উদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম রাজু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্র দলের সভাপতি মোশাররফ হোছাইন বাপ্পা, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন ছিদ্দিকি মানিক ও দপ্তর সম্পাদক আবুল কাশেম। এতে আরো উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী, জেলা বিএনপি নেতা জাফর আলম সিকদার, নাজেম উদ্দিন এমইউপি, কফিল উদ্দিন এমইউপি, রুহুল কাদের, গিয়াস উদ্দিন এমইউপি, নুরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব কামরুল হাসান, জেলা বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক শহীদুল আজাদ চৌধুরী, যুবদল নেতা কায়েম, রেজাউল, মোজাম্মেল, ফয়েজ, মনির, নাছির, দিলদার, মহিউদ্দিন, দেলোয়ার, মানিক, হেলাল, উপজেলা ছাত্রদল নেতা ইখতিয়ার উদ্দিন শিবু, এসএম সায়েম, রিয়াদ, নয়ন, সোহেলসহ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে এম. মোবারক হোছাইন বলেন, ১৯৫২ সালে ৫৬ ভাগ বাঙ্গালীর ন্যায্য অধিকার বাংলা ভাষা আদায়ের লক্ষ্যে সালাম, বরকত, রফিক, জাব্বার ও শফিউরের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলা মায়ের মুখের ভাষা পাকিস্থানি শাসক গোষ্টি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বর্তমান অবৈধ, অগণতান্ত্রিক সরকার হাজার হাজার জনগনের জীবন নেওয়ার পরেও এদেশের কোটি কোটি মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। বর্তমান সরকার শেষ পর্যন্ত নাটকীয় সার্চ কমিটির নামে আওয়ামী কমিটি দিয়ে আগামী নির্বাচন করতে চায়। তাই আগামীতে সবাইকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহবান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!