কুতুবদিয়ায় অচিরেই টেকসই বেড়িবাঁধ হবে

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় চলমান বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

শুক্রবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের বাঁশখালী হয়ে দুপুরে কুতুবদিয়ার দরবার ঘাটে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে কুতুবদিয়ায় স্বাগত জানান স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে উত্তর ধূরুং ইউনিয়নের কাইসার পাড়া ও পূর্ব আলী আকবর ডেইলে চলমান বেড়িবাঁধের কাজ পরিদর্শন শেষে আলী আকবর ডেইল ঘাটে আলোচনা সভায় যোগ দেন।

সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, কুতুবদিয়ায় অচিরেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে বেড়িবাঁধের কাজ শেষ করা হবে।

এসময় জোয়ার-ভাটার পানি যাতে কুতুবদিয়ায় প্রবেশ করতে না পারে আগামী ছয় মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক।

এতে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আরঙ্গজেব মাতবর, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম, উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল হক মীর সহ সকল ইউপি চেয়াম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!