কুতুবদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ জলদস্যু এরফানসহ দুজন নিহত

কক্সবাজারের কুতুবদিয়ায় জলদস্যুদের মধ্যে গোলাগুলিতে শীর্ষ জলদস্যু এরফান প্রকাশ এরফান মাঝি ও তার সহযোগী নুর হোসেন বিল্যা নিহত হয়েছেন। দুজনেই কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত তিনটার দিকে আলি আকবর ডেইলের ফতেয়াখালি সিকদার পাড়া সংলগ্ন লুইজ্জার বিলে এ ঘটনা ঘটে।

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, মঙ্গলবার গভীর রাতে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে বিল সংলগ্ন রাস্তার পাশে দুইজন অজ্ঞাতনামা ব্যাক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে থাকে। পুলিশ দল তাদের পিছু নিলে, তারা একপর্যায়ে পুলিশের উপর গুলি ছোঁড়ে। এতে পুলিশ সদস্য কং গুলিবিদ্ধ হন। আত্মরক্ষার্থে পুলিশ দলের পক্ষ হতে ৩৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়। জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ৪০-৪৫ রাউন্ড হালকা ও ভারি অস্ত্রের গুলি ছোঁড়ে।

ওসি দিদারুল ফেরদৌস আরো বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি কাটা বন্দুক, ৪টি রাইফেলের গুলির খোসা ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। হতাহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে অজ্ঞাত দুজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বে থাকা চিকিৎসক ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!