কুটুমবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, দই-ফিরনিতে মেয়াদ নেই

ভোক্তা অধিকারের ৫ প্রতিষ্ঠানে অভিযান, ২ লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার (৬ অক্টোবর) জেলা প্রশাসনের সমন্বয়ে বহদ্দারহাট, আরাকান রোড, চকবাজার ও রহমতগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদবিহীন ওষুধ ধ্বংস ও নকল ভোল্টেজ স্টাবিলাইজার জব্দ করা হয়। পাশাপাশি নকল স্টাবিলাইজার সংরক্ষণ করায় ইলেক্ট্রনিক্স মার্ট নামে একটি দোকান সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এসময় দুইটি লিখিত অভিযোগও নিষ্পত্তি করা হয় বলে জানা গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বহদ্দারহাটের আল-মদিনা ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করে মেয়াদবিহীন ওষুধ ধ্বংস করা হয়। একই এলাকার নিউ ম্যানিলা হোটেল এন্ড বিরিয়ানি হাউসকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বহদ্দারহাট এলাকার ওয়ালটন প্লাজা ইলেক্ট্রনিক্সকে কোম্পানি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ইলেক্ট্রোনিক্স পণ্য বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানকে নকল ওয়ালটন ভোল্টেজ স্টাবিলাইজার বিক্রয় করায় জনৈক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

একই অভিযোগে একই এলাকার ইলেক্ট্রনিক্স মার্ট নামক দোকানকে সিলগালা করে সাময়িক বন্ধ করা হয়। নকল ওয়ালটন ভোল্টেজ স্টাবিলাইজার বিক্রয়ের জন্য সংরক্ষণ ও ওয়ালটন এর অননুমোদিত সাইনবোর্ড ব্যবহার করে ক্রেতা সাধারণকে প্রতারিত করার অভিযোগ আনা হয় ইলেক্ট্রনিক্স মার্টের বিরুদ্ধে।

চকবাজার মোড়ের কুটুমবাড়ি রেস্তোরাঁকে তার উৎপাদিত দই, ফিরনিতে উৎপাদন-মেয়াদ না দেয়ায়, উৎপাদিত খাদ্যদ্রব্য অস্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ করায় ৪০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। গণি বেকারি মোড়ের কিউসি ট্রেডিং লিমিটেডকে (ফিলিং স্টেশন) পরিমাপে কারচুপি করে অকটেন বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে দুইটি ডিসপেনসার বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়। এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে একই প্রতিষ্ঠানকে আরও ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!