কুকুর নিয়ে ঝগড়া/ রামুতে রোহিঙ্গার ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

কুকুর নিয়ে ঝগড়ার জের ধরে কক্সবাজারের রামুতে রোহিঙ্গার ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহতের নাম মো. আবু (৬৫) । নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আলী হোসেনের পুত্র।

শনিবার (১ মে) রাতে রামু উপজেলায় কচ্চপিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক রোহিঙ্গার নাম মনির আহাম্মদ (৩০)। তিনি ওই এলাকায় আশ্রিত রোহিঙ্গা গুরা মিয়ার ছেলে। এই ঘটনায় নিহতের জামাতা আব্দুল খালেকের ছেলে জয়নাল আবেদীনও আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, একটি কুকুরের বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রোহিঙ্গা যুবক মনির আহাম্মদ ধারালো ছুরি দিয়ে বৃদ্ধ আবুর পেটে আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হন। ঘটনাস্থল থেকে লোকজন তাকে দ্রুত নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গর্জনিয়া ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!