কিস্তি সংগ্রহ, এনজিও কর্মকর্তাকে ২০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করে ঋণের কিস্তি সংগ্রহের দায়ে এনজিও কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডে এনজিও সংস্থা বাস্তব এর এক কর্মকর্তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাহাজান আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন-এই ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য সকল এনজিওদের নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি সকলকে সরকার প্রদত্ত নির্দেশনা মেনে চলার অনুরোধও জানান তিনি।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!