কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পারিবারিক অনুশাসনেরও দরকার: সিএমপি কমিশনার

‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। অভিভাবকরা সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে এগিয়ে আসলে সহজেই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা যাবে।’ পাশাপাশি কিশোর গ্যাং সংস্কৃতি বন্ধে পারিবারিক ও সামাজিক অনুশাসনের সোনালী দিন ফিরিয়ে আনারও আহ্বান জানালেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে সিএমপির সদরদপ্তর দামপাড়াস্থ মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম নগর শাখার আহ্বায়ক ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক।

চট্টগ্রাম নগরের খেলার মাঠের সংকটের কথা উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, এই শহরে পর্যাপ্ত খেলার মাঠ নেই। তবুও আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে খেলার মাঠমুখী করুন। এতে তাদের অহেতুক আড্ডাবাজি কমবে, অপরাধপ্রবণতাও কমবে।

সন্তানের অন্যায় ও অমূলক আবদার প্রশ্রয় না দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে দামি মোটরসাইকেল চালাতে দেখা যায়, গাড়ি চালাতে দেখা যায়। কোন অঘটন ঘটার পরে দেখা যায় তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। অভিভাবকদের জিজ্ঞেস করি আপনার সন্তানের হাতে গাড়ি কোত্থেকে আসলো? তারা জবাবে বলেন আদরের সন্তান একটু আবদার করেছিল তার আবদার রক্ষায় গাড়িটা দিয়েছি। এমন আবদার পূরণ করবেন না যে আপনার আপনার সন্তানকে বিপথে যেতে সহযোগিতা করে।

কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের প্রশংসা করেনগরবাসীকে সবসময় পুলিশেরর পাশে থাকার আহ্বানও জানান সিএমপি কমিশনার মোহাম্মদ তানভীর।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক প্রমুখ।

এফএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!