কিশোরপ্রেম থেকে ক্রসফায়ার, ছিনতাইয়ের সঙ্গে মাদক, আছে গৃহবিবাদও

চট্টগ্রাম মহানগরীতে অস্বাভাবিক মৃত্যুর আট ঘটনা

নগরীতে কিশোরপ্রেমের ঝামেলা মেটাতে এসে উত্তপ্ত বাক্যবিনিময়ের বলি লোকমান। খুনের দায়ে অভিযুক্ত সাইফুলের প্রাণ গেল ‘বন্দুকযুদ্ধে’। মাদকাসক্ত রবিন নেশার টাকা না পেয়ে খুন করলো জন্মদাতা পিতাকে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে ছোট ভাইয়ের হাতে প্রাণ হারালেন চান্দগাঁওয়ের সাজু। সীতাকুণ্ডের প্রাইভেট কারচালক শিমুল ভাড়া প্রাইভেট কার নিয়ে নগরে এসে লাশ হলেন ছিনতাইকারীদের হাতে। খাগড়াছড়ির হাবিবুর রহমান হাফেজ হতে এসে মাদ্রাসা থেকে ফিরলো লাশ হয়ে। এক দিনেই ঝগড়া থামাতে দিয়ে গাড়িচালক শাহাদাত হলেন খুন আর অন্যদিকে গৃহবিবাদে ‘আত্মহত্যা’ করলেন ঘরের বউ দেলোয়ারা বেগম মুক্তা।

বায়েজিদের চালতালতী এলাকার গৃহবধু বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে পিতাকে ফোন করে জানালেন স্বামীর বাড়ির লোকজন বেদম মেরেছে। শুক্রবার স্বামীর বাড়ির লোকজন থানায় খবর দেয় তাদের ঘরের বউ আত্মহত্যা করেছে। পুলিশ গিয়ে উদ্ধার করে গৃহবধু দেলোয়ারা বেগম মুক্তার লাশ। মুক্তার পিতা দায়ের করেছেন হত্যা মামলা। পুলিশ গ্রেফতার করেছে স্বামী সাইফুল ইসলামকে।

১৮ এপ্রিল দুপুরের নগরের হিলভিউ আবাসিক এলাকায় টিভি মেকানিকের সাথে ঝগড়া করছিল ফরহাদুর রহমান আগুন। ঝগড়া থামাতে এলো শাহাদাত। ঝগড়া থামলেও কমেনি আগুনের ভেতরের আগুন। বাসা থেকে ছুরি এনে গুনে গুনে ছয়টি আঘাত করলো বন কর্মকর্তার প্রাইভেট কারচালক শাহাদাতের শরীরে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহাদাত। এই ঘটনার ছয় ঘন্টার মাথায় কর্ণফুলী থেকে গ্রেফতার হলেন খুনে অভিযুক্ত আগুন।

বায়েজিদ এলাকার ১২ এপ্রিল হাবিবুর রহমান নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে বায়েজিদ থানা পুলিশ। হাবিব ওয়াজেদিয়া এলাকার আবু বক্কর সিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসায় পড়তেন।

নেশার টাকা না পাওয়ায় জন্মদাতা পিতা রঞ্জন বড়ুয়াকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে রবিন বড়ুয়া বাবুকে। ১৪ এপ্রিল ভোর ৫ টার দিকে নগরের কাজীর দেউরি ২ নম্বর গলির ঘটনা এটি।

পারিবারিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ১৭ এপ্রিল রাতে ছোট ভাই মুন্না খুন করেন তার ভাই সাজুকে। মুন্না ঘটনার পরপরই পুলিশের হাতে আটক হন।

প্রাইভেট কার চালক নুরুল গণি শিমুলকে যাত্রীবেশে চারজন মিলে খুন করে লাশ গুম করতে নেওয়ার সময় ভুল পথে প্রবেশ করে স্থানীয়দের সাথে গন্ডগোল বাধিয়ে পুলিশের হাতে আটক হন তিন খুনী। খুনীদের মাঝে নোয়াখালীর চাটখিল এলাকার মাহফুজুর রহমানের ছেলে মীর হোসেন নিশান (২১), সীতাকুণ্ডের রহমতনগর এলাকার মো. রফিকের ছেলে রবিউল হোসেন ইমনকে পুলিশ হাতেনাতে আটক করে। রাতে অভিযান চালিয়ে রাউজানের উরকিরচর এলাকার আবদুল সালামের ছেলে নেওয়াজ শরীফকে আটক করে।

৭ এপ্রিল দিবাগত রাতে নগরীর বক্সিরহাট এলাকা থেকে উৎপল নামে স্বর্ণ দোকানের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, উদ্ধার হওয়া যুবকের গলায় গামছা পেঁচানো ও দুই হাত ভাঙা ছিল।

এর আগে ৬ এপ্রিল রাতে বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় সাইফুল নামে এক যুবলীগ কর্মীর গুলিতে নিহত হন আরেক যুবলীগ কর্মী লোকমান হোসেন জনি। দুই জনই একটি কিশোর প্রেমের দুই পক্ষের লোক ছিলেন। ঝামেলা মেটাতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লোকমান খুন হন। এই ঘটনায় সাইফুলকে পুলিশ আটকের পর রাতে অস্ত্র উদ্ধারে গেলে বন্দুক যুদ্ধে নিহত হন সাইফুল।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!