কালো ধোঁয়া, নাসিরাবাদে সালেহ স্টিলকে লাখ টাকা জরিমানা

কারখানা থেকে কালো ধোঁয়া নির্গমনের দায়ে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

জরিমানার বিষয়ে ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ নির্ধারিত চিমনি ব্যবহার না করে উন্মুক্ত পরিবেশে কালো ধোঁয়া নির্গত করে আসছিল। বায়ু দূষণের ফলে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলো কারখানার আশপাশের এলাকার মানুষ। এলাকাবাসী বারবার তাগিদ দেওয়ার পরও কোনো প্রতিকার না পেয়ে জেলা প্রশাসকের স্মরণাপন্ন হন।

জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় স্টিলমিলের এজিএম আব্দুর রউফ ও ম্যানেজার মো. জাকির হোসেন আগামী ১৫ নভেম্বরের মধ্যে কারখানার ত্রুটিবিচ্যুতি সমাধানের মুচলেকা প্রদান করেন।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!