কালীগঞ্জে বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:
বিয়ের সব আয়োজন ঠিকঠাক। অতিথিসহ আত্মীয়-স্বজনরা যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত ঠিক সেই সময় পুলিশ যেয়ে হাজির হল বাল্য বিয়ের একটি অনুষ্ঠানে। বাড়ির অভিভাকদের ডেকে বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন পুলিশ। এমন ঘটনাটি ঘটেছে শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামে।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে উপজেলার চাপালী গ্রামের রেজাউল ইসলামের মেয়ে রিয়া খাতুনের (১৬) একই উপজেলার ষাটবাড়িয়া গ্রামের এক ছেলের সাথে বিয়ে দেয়া হচ্ছিল। বাল্য বিয়ের এ খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা পুলিশ নিয়ে ওই বাড়িতে উপস্থিত হন। তিনি সেখানে মোবাইল কোর্ট বসিয়ে মেয়ের পিতাকে ১ হাজার টাকা জরিমানা করে বাল্য বিবাহ টি বন্ধ করে দেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ আনোয়ার হোসেন জানান, বাল্য বিয়ের খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে উপস্থিত হয়ে বরযাত্রীদের আসতে নিষেধ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা মোবাইল কোর্টে মেয়ের পিতাকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং বাল্য বিয়ে বন্ধ করে দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!