কালামিয়া বাজারে বাস-কারের সংঘর্ষে নারীর অবস্থা গুরুতর, দীর্ঘ যানজটে মানুষের ভোগান্তি

চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

এদিন সকালে কক্সবাজারমুখী একটি বাসের সাথে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারী গুরুতর আহত হন। এ ঘটনার পর নগরের মুরাদপুর থেকে বাকলিয়া থানা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

জানা যায়, আহত তাছলিমা আক্তার (৩২) সীতাকুণ্ড থানার সালাউদ্দীনের স্ত্রী।

এই বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন সকাল সাড়ে ৭টায় কালামিয়া বাজার এলাকায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাছলিমা আক্তার নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তৎক্ষণাৎ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের চালক ঘটনার পর পরই পালিয়ে গেছে, তবে বাসটি আটক করা হয়েছে। এই নিয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

ওসি বলেন, দুর্ঘটনার পরই ওই এলাকায় তীব্র যানজট দেখা দিলেও সাধারণ মানুষের একটু দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু এখন যানজট আমাদের নিয়ন্ত্রণে আছে। গাড়ি চলাচল স্বাভাবিক।

আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!