কালবৈশাখী ঝড়ে সন্দ্বীপে স্পিডবোট ডুবি, শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে ডুবে যায়। এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায় বলে জানিয়েছেন গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার।

স্পিডবোটে ২০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে ঘাটরে ইজারাদার।

তবে, কতজন যাত্রী নিখোঁজ সে বিষয়টি নিশ্চিত জানাতে পারেননি সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে ইজারাদার দাবি করেছেন ১৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘাটের ইজারাদার আনোয়ার হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ পথে আসার গুপ্তছাড়া ঘাটের দক্ষিণে একটি স্পিডবোট ডুবে গেছে। স্পিডবোটে ২০ জন যাত্রী ছিল। এদের মধ্যে ১৮ জনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!