কালবৈশাখীর তাণ্ডব, কক্সবাজারে স্কুলের চাল ভেঙ্গে ৭ শিক্ষার্থী আহত

কক্সবাজারের মহেশখালীতে কালবৈশাখী ঝড়ে পূর্ব হরিয়ারছড়া বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে এক শিক্ষা প্রতিষ্ঠানের আধা-পাকা স্কুল ঘর ভেঙ্গে অন্তত ৭ শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ মে) সকাল ১০ টায় স্কুলের ক্লাস চলাকালে এই ঘটনা ঘটে।

এতে আহত প্রাকপ্রাথমিক শ্রেণির শিক্ষার্থী মুনতাহার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত বাকি শিক্ষার্থীদের স্থানীয় ভাবে ও মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামের ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রহমত উল্লাহ জানান, প্রতিদিনের মতো বিদ্যালয়ে ক্লাস চলাকালে সকালে কালবৈশাখী ঝড়ে স্কুলঘ রটি সম্পূর্ণ ভেঙে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৭ শিশু শিক্ষার্থী আহত হয়।

এদিকে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত স্কুলঘরটি পরিদর্শন করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।

এই ঘটনায় মুনতাহা নামের শিক্ষার্থীর মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া শিক্ষার্থীদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হয়।

মাথায় মারাত্মক ভাবে আঘাত পাওয়া মুনতাহা স্থানীয় হরিয়ার ছড়ার আলম সওদাগরের মেয়ে।

এদিকে স্কুল ঘর ভেঙ্গে ছাত্রী আহতের ঘটনায় স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক স্কুল ঘর মেরামতের জন্য ১ লাখ টাকা অনুদান ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্বে নেওয়ার ঘোষণা দেন।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!