কার রেসিংয়ে চট্টগ্রামের ছেলের হাত ধরে উড়ল বাংলাদেশের পতাকা

ভারতের চেন্নাইয়ে ভক্সওয়াগন অ্যামিও কাপের জুনিয়র চ্যাম্পিয়নশিপের (আর ওয়ান) শিরোপা জিতেছেন বাংলাদেশের আইমান সাদাত। চট্টগ্রামের ১৬ বছর বয়সী ছেলের হাত ধরে ভিনদেশের পোডিয়ামে উঠল বাংলাদেশের পতাকা।

বাংলাদেশের ইতিহাসে কার রেসিংয়ে শিরোপা জয়ের প্রথম ঘটনা এটি। ভক্সওয়াগন অ্যামিও কাপের গত ১০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিরোপা জেতার রেকর্ডেরও মালিক হলেন আইমান সাদাত। চট্টগ্রামের ছেলে আইমানের বাড়ি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচ এলাকায়।

চেন্নাইয়ে ভক্সওয়াগন অ্যামিও কাপের জুনিয়র চ্যাম্পিয়নশিপের (আর ওয়ান) প্রথম রাউন্ডে বৈরী আবহাওয়া এবং রোড স্কিডিংয়ের কারণে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে যান আইমান।

ভারতের চেন্নাইয়ে ভক্সওয়াগন অ্যামিও কাপের শিরোপা বাংলাদেশের আইমান সাদাতের।
ভারতের চেন্নাইয়ে ভক্সওয়াগন অ্যামিও কাপের শিরোপা বাংলাদেশের আইমান সাদাতের।

দ্বিতীয় দিনের ২০ সেকেন্ডের পেনাল্টি নিয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) ভক্সওয়াগন অ্যামিও কাপের জুনিয়র চ্যাম্পিয়নশিপের (আর ওয়ান) তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান সাদাত। সিনিয়র বিভাগ মিলে সপ্তম স্থানে রেস শেষ করেন তিনি। কিন্তু পয়েন্টে এগিয়ে থেকে নিশ্চিত হয় শিরোপা। নিজের সেরাটা দিয়েই শিরোপা জিতে নেন আইমান।

শিরোপা জয়ের পর সুখবর শুনতে দেরি হয়নি আইমানের। অ্যামিও কাপের আগামী মৌসুমে তাকে স্পন্সর করার ঘোষণা দিয়ে রেখেছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন।

এর আগে আয়মানের বড় ভাই আফফান সাদাতও কার রেসিংয়ের বৈশ্বিক টুর্নামেন্ট অংশগ্রহণ করেছেন। এবার ছোট ভাইয়ের হাত ধরে এল ব্যয়বহুল এ খেলার প্রথম শিরোপা।

চেন্নাইয়ের রেসিং ট্র্যাকে গতির ঝড়
চেন্নাইয়ের রেসিং ট্র্যাকে গতির ঝড়

আয়মানের বাবা ইস্পাত ব্যবসায়ী মিকাইল সাদাতের ছিল গাড়ি আমদানির ব্যবসা। রেসিংয়ে বড় ছেলে আফফানের ঝোঁক বুঝতে পেরে এসএসসি পরীক্ষা শেষে তাকে ইংল্যান্ডে নিয়ে যান মিকাইল সাদাত। রেসিং ট্র্যাকে নিয়ে অনুশীলন করালেন। কিন্তু প্রতিদিনের অনুশীলনের খরচ প্রায় ৬০ হাজার টাকা। সেখানে বসেই ভারতের রেসিং ট্র্যাকের কথা জানতে পারেন মিকাইল সাদাত।

ছোট ছেলে আইমানও বড় ভাইয়ের পদাঙ্কই অনুসরণ করল। বাসায় অনুশীলনের জন্য বড় ভাই আফনানের সিমুলেটর ছিল। সেটাতেও চলল চর্চা। আইমান তাই সোজা ভারতে গিয়ে রেসিং ট্র্যাকে নেমে পড়তে পারল। কখনো কোয়েম্বাটুর ট্র্যাকে, তো কখনো চেন্নাইয়ে। তার রেসিং লাইসেন্স ভারত থেকে নেওয়া। এরপর শুধু রেসিং ট্র্যাকে গতির ঝড় তোলা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!