কার চালক শিমুল হত্যার বিচার দাবি

সংবাদ সম্মেলনে

ছিনতাইকারীর হাতে খুন হওয়া কার চালক নুরুল গনি শিমুলের হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তার পরিবার ও সীতাকুন্ড মাইক্রো কার চালক সমবায় সমিতি।

সীতাকুন্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্যে পাঠ করেন সীতাকুন্ড মাইক্রো-কার চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আজাদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শিমুলের মা ছেনোয়ারা বেগম, বাবা আবুল কালা (আলম), বোন রাজিয়া সুলতানা, সীতাকুন্ড মাইক্রো কার চালক সমবায় সমিতির সভাপতি সোহরাব উদ্দিন বাবলু ও অর্থ সম্পাদক মো. আলাউদ্দীন।

উল্লেখ, ১২ এপ্রিল দিবাগত রাতে সীতাকুন্ড থেকে ১৭শ টাকা ভাড়ায় একটি প্রাইভেটকারটি নিয়ে চার ছিনতাইকারী যুবক শহরে আসছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রাইভেট কার চালক নুরুল কবির শিমুলকে খুন হালিশহর বেড়িবাঁধ এলাকায় নিয়ে যাওয়ার পথে সন্দেহ হলে তাদের গতিরোধ করে পুলিশ। পুলিশ স্থানীয় সহযোগিতায় খুনের সাথে জড়িত ইমন ও নিশাস নামের দুইজনকে গ্রেফতার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে খুনের সাথে জড়িত আরেকজনকে গ্রেফতার করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!