হাইওয়ে সুইটসের ৫ লাখ টাকা জরিমানা, কারখানায় নেই ইটিপি

চট্টগ্রাম নগরীর লালখানবাজারে হাইওয়ে সুইটসের কারখানায় তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন না থাকায় পাঁচ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৫ সেপ্টেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের পরিচালক হিল্লোল বিশ্বাস এ জরিমানা করেন।

একইদিন নগরীর সাগরিকা রোড বিসিক শিল্প এলাকার মেসার্স আর্ক সী ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ত্রুটিযুক্ত ইটিপি পরিচালনার দায়ে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট অধিদপ্তরের টিম কারখানা দুটি পরিদর্শন করে অনিয়ম পেলে সোমবার শুনানির দিন ধার্য করে। শুনানিতে কারখানা দুটিকে জরিমানা করা হয়।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!