কাপ্তাই হ্রদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

কাপ্তাই হ্রদে স্পিডবোট চলার প্রতিবাদে বুধবার (১০ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা’র রাঙামাটি জোন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ এপ্রিল) দিনগত রাতে সংগঠনটির চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাপ্তাই হ্রদে প্রায় শতাধিক স্পিটবোট নিজেরা সময়সূচি দিয়ে যাত্রী পরিবহন করায় লঞ্চ মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনিয়ে প্রায় সময় স্পিটবোট ও লঞ্চ মালিক সমিতির স্টাফদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এজন্য স্পিটবোট বন্ধের দাবিতে আজ বুধবার সকাল থেকে কাপ্তাই হ্রদে সব লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম শফি কামাল বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আমি হয়েছি। বিজু ও নববর্ষকে সামনে রেখে এ ধরনের কর্মসূচি খুবই দুঃখজনক। তারপরও বিষয়টি সমাধানে কাজ করা হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!