কাপ্তাই লেকের মা-মাছ পাচার, কাতলসহ ৬৫ কেজি মাছ জব্দ

কাপ্তাই লেকে প্রজনন মৌসুমে মা-মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৬৫ কেজি মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বাজার মনিটরিং টিম বনরুপা বাজারে কড়া নজরদারি করে পরিত্যক্ত অবস্থায় এসব মাছ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বনরুপা বাজারের কাটাপাহাড় সংলগ্ন একটি চায়ের দোকানের পিছনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রজাতির প্রায় ৬৫ কেজি মাছ জব্দ করা হয়।

আটক মাছের মধ্যে রয়েছে- ১১ কেজি ওজনের ২টি মা-কাতল, ১৩ কেজি ওজনের একটি চিতলসহ বাচা, বাটা, আইড় ও চাপিলা মাছ। মাছগুলো প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে বিএফডিসি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!